BRAHMINBARI HIGH SCHOOL
EIIN-114386
News:
অত্র বিদ্যালয়টি টাংগাইল জেলার মধুপুর উপজেলাধীন ৬নং মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ী গ্রামের পাহাড়ের কোল ঘেষে এক মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি খেলার মাঠ সহ ১৬৪ শতাংস জমির উপর প্রতিষ্ঠিত। ইহার বাহিরে বিদ্যালয়ের নামে আরও ১৪৩ শতাংস জমি আছে। একটি ৩ কক্ষ বিশিষ্ট ও একটি ২ কক্ষ বিশিষ্ট পাকা ভবন ও ৫টি আধা-পাকা ভবন বিদ্যমান। শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আলাদা পয়:নিস্কাশনের ব্যবস্থা আছে। মেয়েদের জন্য আলাদা মিলনায়তন আছে। অত্র বিদ্যালয়টি ০১-০১-১৯৭৩খ্রি. হইতে নিম্ন মাধ্যমিক এবং ০১-০১-১৯৮৬ ইং হইতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অনুমোদন লাভ করে।