News:

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৃত- মোনছের আলী মন্ডল একজন সমাজ সেবী ব্যক্তি ছিলেন।  তিনি চিন্তা ভাবনা করলেন মানুষতো একদিন মরেই যাবে। যদি অত্র - দরিদ্র গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠান করা যায় তাহলে অত্র এলাকার হত-দরিদ্র জনগোষ্ঠী শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজ ও দেশের উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবে। এখানে কোন প্রকার শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় তিনি এলাকায় বিশিষ্ঠজনকে ডেকে এক পরামর্শ সভা করেন। সভায় উপস্থিত সকল ব্যক্তি বললেন আপনি জমি দান করলে আমরা আপনাকে বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগিতা করব। অত:পর একটি টিনের ঘর নির্মাণ করে মাত্র ৫০-৬০ জন ছাত্র-ছাত্রী নিয়ে এলাকার শিক্ষিত বেকার মো: খলিলুর রহমান, মো: আফাজ উদ্দিন খাঁনসহ অনেকেই স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে পাঠদান শুরু করেন। পাশাপাশি এলাকার শিক্ষানুরাগী যুবক, বৃদ্ধ ও কলেজ পড়ুয়াদের সাহায্য ও সহযোগীতায় ০১-০১-১৯৭৩ইং তারিখে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে।